সাবিনা ইয়াসমিন ঢাকার চেরাগআলী এলাকায় একটি গার্মেন্সে চাকরি করেন। তার স্বামীর নাম মৃত মিলন মিয়া। আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বুধবার রাতে ভৈরব স্টেশনে মহানগর ট্রেনে এ ঘটনা ঘটে। ওই নারী আখাউড়া চর নারায়ণপুর গ্রামের মহব্বত আলী ময়িার মেয়ে।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ উন্নত চিকিৎসার জন্য আহত সাবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানায় রেলওয়ে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পযন্ত সন্দেহভাজন ১০ জনকে পুলিশ আটক করতে পেরেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসা দেন জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান ভূইয়া। তিনি বলেন, মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল এবং বমিও করেছে। সব মিলিয়ে আহত নারীর অবস্থা আশঙ্কাজনক।
রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ জানান, খবর পেয়ে সাবনিার স্বজনরা এসে এখান থেকে মেরাজকে নিয়ে যান। মূল ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে ভৈরব থানা পুলিশ ও র্যাবের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আমরা আটক করেছি।