রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় বাড়ি ঘিরে রেখেছে র্যাব
তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আজ ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-২। জঙ্গি আস্তানার বিষয়ে র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে বলে জানা গেছে।