রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গত ১১ আগস্ট তিন দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এর আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পিয়াসা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘জামান ও জামানের বউকে খোঁজেন। আমরা তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার। আমাদের বাঁচানোর মালিক জামান ও জামানের বউ। আমাদের না ধরে আগে ওই প্রস্টিটিউটকে ধরেন।’ কিন্তু কে এই জামান প্রশ্ন করা হলে এর উত্তর না দিয়ে তিনি পুনরায় জামান ও তার স্ত্রীকে খোঁজার কথা বলতে থাকেন। এরপর তাকে আদালতের গারদখানায় দিকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া গত ৬ আগস্ট শুনানি শেষে আদালত পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।