সবকিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে আবারো করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আহমদ কায়কাউস বলেন, ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পৃথিবীতে যারাই ভ্যাকসিন তৈরি করছে, সবার সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে। শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে।
লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, সারাদেশে একসঙ্গে লকডাউন দেওয়ার সম্ভাবনা নেই। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন করা হবে।