সহকারী উপজেলা শিক্ষা অফিসার কতৃক প্রধান শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝালকাঠি জেলায় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কালো ব্যাজ ধারন কর্মসূচী পালন করেছে।কর্মসূচী পালন কালে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের কালো ব্যাজ ধরন করে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বদরুল) ঘোষিত কর্মসূচী পালন কালে ঝালকাঠি জেলা কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে গোপালগঞ্জ সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায়ের উদ্দ্যত্তমূলক আচরনের তদন্ত পূর্বক বিচারের দাবী জানি য়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক সমিতির (বদরুল) ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আবুল কাসেম তুহিন মুঠো ফোনে জানান, গোপালগঞ্জ সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম কুমার রায় বিদ্যালয়ের উন্নয়ন কাজে দাবীকৃত উৎকোচ না পাওয়ায় উরকি বড় বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ কমনোজ কান্তি বিশ্বাসকে লাথি মারেন ও শারীরিক লাঞ্চিত করে সরকারি চাকুরি বিধিলংঘন করেছেন। আজকের কর্মসূচী পালনের পর অবিলম্বে তারবিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন না করা হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।