টাঙ্গাইলে তুলা চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। ক্রেতা সংকট ও খরচের তুলনায় লাভ কম হওয়ায় দিন দিন তুলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। তবে তুলা উন্নয়ন বোর্ড বলছে তুলা চাষ জনপ্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
দেশের বার্ষিক তুলার চাহিদা প্রায় ৯৮ শতাংশই আমদানি নির্ভর। এ অবস্থায় তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে ধান বা অন্য ফসলের চেয়ে বেশি লাভের আশায় তুলা চাষে আগ্রহী হয়েছিলেন টাঙ্গাইলের নাগরপুরের কৃষকরা। তবে সে স্বপ্ন এখন গুঁড়েবালি।
চাষিদের অভিযোগ, তুলা চাষে কর্তৃপক্ষের আশ্বাস আর বাস্তবতা ভিন্ন। উৎপাদন ভালো হলেও রয়েছে ক্রেতা সংকট। এছাড়া অন্য ফসলের চেয়ে তুলাতে লাভও কম। তাই ধীরে ধীরে তুলা চাষ কমিয়ে দিচ্ছেন তারা।
তুলা চাষ কমে যাওয়ায় ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরাও। তবে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তুলা চাষকে জনপ্রিয় করার চেষ্টা চলছে।
ঢাকা জোনের পাকুটিয়া কটন ইউনিট অফিসার এনায়েত হোসেন বলেন, ‘সরকার তুলার আবাদ বৃদ্ধি করতে আপ্রাণ চেষ্টা করছে। এটা আমাদের খুবই জরুরি ফসল। সম্প্রসারণ থেকে শুরু করে ট্রেইনিং ও বিভিন্ন প্রদর্শনী করতে কৃষকদের আমরা সহায়তা করে থাকি।’
টাঙ্গাইল জেলায় এবার প্রায় ৮২০ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে।