ক্রিড়া ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের তিন ম্যাচেই জয় পেয়েছে চট্টগ্রাম। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম হারায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকাকে। দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৮৬ রানে অলআউট করে চট্টগ্রাম জিতে ৯ উইকেটে। সোমবার তৃতীয় ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের বিপক্ষে ১৫১ রানের পুঁজি নিয়েও ১০ রানে জিতেছে মোস্তাফিজরা।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার লিটন কুমার দাস। এছাড়া ২৮ রান করেন শামসুর রহমান। ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১১ বলে তিন ছক্কা ও এক চারের সাহায্যে ২৭ রান করেন সৈকত আলী।
টার্গেট তাড়া করতে নেমে দুই বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে উইকেট হারায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪১ রানে ইনিংস গুটায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার তামিম। ২৪ রান করেন আফিফ হোসেন। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন শরিফুল ও মোস্তাফিজ।