আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেল এবারের টুর্নামেন্টের থিম সং। ক্রিকেট উন্মাদনাকে বাড়িয়ে দিয়ে আজ (২৩ সেপ্টেম্বর) আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং।
গানের শিরোনাম দেয়া হয়েছে ‘লিভ দ্য গেম’। তবে ভিন্নতা এসেছে গানের ভিডিওতে। কারণ এটি চিত্রায়ণ করা হয়েছে অ্যানিমেটেড চরিত্র দিয়ে। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন চরিত্রের মাধ্যমে। সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন- সেটাই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে।
ভারতের অমিত ত্রিবেদী গানটি কম্পোজ করেছেন। এই গানের এমিনেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠার দিনে প্রথম পর্বে ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ-বি’র ওমান এবং পাপুয়া নিউগিনির খেলার মধ্যে দিয়ে। একই দিনে গ্রুপ-বি’র অপর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।
বিশ্বকাপের সুপার টুয়েলভে ইতোমধ্যেই ৮টি দল সরাসরি চলে গেছে। বাকি চারটি দল বাছাইপর্বে ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যোগ দেবে।