যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ওযেবসাইট চালু করেছেন। সোমবার সাবেক প্রেসিডেন্টের এই ওয়েবসাইট উদ্বোধন হয়। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। নতুন এ ওয়েবসাইটে ট্রাম্পের সমর্থকরা যে কোনো বিষয়ে আলোচনা, মতামত দেয়া এবং অভিনন্দন জানাতে পারবেন। খবর এনডিটিভির।
ট্রাম্পের অফিস থেকে এক বিবৃতি বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি আশা করছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে পারবেন। এর মাধ্যমে তারা তাদের প্রিয় নেতার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে থাকতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইটটির হোমপেজে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় যে কোনো বিষয়ে কথা বলতে এবং সে অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবেন।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সমর্থকদের উগ্রতাকে সমর্থন করে বিবৃতি দেয়ার পর ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার পাল্টা জবাব হিসেবে ট্রাম্প নিজের উদ্যোগে এই ওয়েবসাইট চালু করেন।