ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন উপকমিশনার (ডিসি) হলেন মো. ফারুক হোসেন।
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. ফারুক হোসেন ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। তিনি ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. ফারুক হোসেন এর আগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত ছিলেন। পদোন্নতি প্রাপ্তির পর ডিএমপির অপারেশন্স বিভাগের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
মো. ফারুক হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে এমএসএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পুলিশ সায়েন্সে এমপিএস ডিগ্রি লাভ করেন।