ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সরকারি মোবাইল নম্বর স্পুফ করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্টারনেট রেফারেল টিম। তার নাম মো. রফিকুল ইসলাম ওরফে বাপ্পী।
বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশিনার মো. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, একদল প্রতারক ডিএমপি কমিশনারের অব্যবহৃত সরকারি মোবাইল নম্বর স্পুফ করে দেশের বিভিন্ন সরকারি অফিসে কল করে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রতারণা করেছে এমন তথ্য পাওয়া যায়। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রযুক্তি ব্যবহার করে ইন্টেলিজেন্স সংগ্রহ করে জানা যায় উল্লিখিত স্পুফ নম্বর মোবাইল ডায়েলার অ্যাপসের মাধ্যমে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন আলমনগর এলাকা থেকে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরই পরিপ্রেক্ষিতে ইন্টারনেট রেফারেল টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোতির্ময় গোপের নেতৃত্বে একটি টিম গতকাল বুধবার রাত ২টার দিকে সন্দিগ্ধ মো. রফিকুল ইসলাম ওরফে বাপ্পীকে রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামার পাড়ার তার ভাড়া বাসা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে এই অ্যাপস ব্যবহারের করে সরকারি অফিসারদের মোবাইল নম্বর স্পুফ করে প্রতারণা করার কথা স্বীকার করে। তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও সংযুক্ত ২টি সিম জব্দ করা হয়েছে।
এই বিষয়ে ওই রাতেই রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম।