শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম জেঅ্যান্ডজে’র ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২২৮ পাঠক পড়েছে

জনসন অ্যান্ড জনসনের এক ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট কার্যকরভাবে মোকাবেলায় সক্ষম। এদিকে এ টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমপক্ষে আট মাস স্থায়ী থাকে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি একথা জানায়। খবর এএফপি’র।

গবেষকরা দেখতে পেয়েছেন, জেঅ্যান্ডজের টিকা গ্রহনকারী ৮ ব্যক্তির রক্তের সেলের অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে ডেল্টা স্ট্রেইন ধ্বংস করে। বোস্টনের বেইথ ইসরাইল মেডিকেল সেন্টারে টিকা গ্রহনকারী ২০ জনের ওপর চালানো দ্বিতীয় এক গবেষণায় একই ধরনের ফলাফল পাওয়া গেছে।

জেঅ্যান্ডজের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের ভ্যাকসিনের গুণাবলী কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম এবং ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর।

জান্সেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট জনসন অ্যান্ড জনসনের প্রধান মথাই মমান বলেন, ‘এ পর্যন্ত আট মাসের গবেষণার উপাত্ত থেকে জানা গেছে, জেঅ্যান্ডজের এক ডোজ ভ্যাকসিন দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে যা কমে না, বরং আমরা এর মেয়াদ শেষ হওয়ার পরও এক্ষেত্রে উন্নতি ঘটতে দেখেছি।’

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580