শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকাকে বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে : আতিকুল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৮৯ পাঠক পড়েছে

ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর কাফরুল ইব্রাহিমপুরে এডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ডিএনসিসি র ৪ নম্বর অঞ্চলের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এসব ওয়ার্ডের রাস্তাঘাট এতই অপ্রশস্ত যে, বিপদকালীন সময়ে জরুরি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়ি-ঘর থেকে মৃতদেহ বের করাটাও খুবই কঠিন ছিল। প্রশস্ত রাস্তার গুরুত্ব অনুধাবন করে এই এলাকার সাধারণ জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এলাকার অপ্রশস্ত রাস্তা প্রশস্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই এলাকার বাড়ির মালিকরা তথা ভলান্টিয়াররা স্বেচ্ছায় মোট ২৭টি রাস্তায় বা রাস্তার অংশে প্রায় ১০ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ করতে গিয়ে অনেককে নিজেদের মূল্যবান স্থাপনার আংশিক ভাঙতে হয়েছে, মূল্যবান জমিও ছাড়তে হয়েছে। সাধারণ নগণের অসাধারণ ক্ষমতাবলে স্বেচ্ছায় ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো প্রশস্ত করার কাজ করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ডিএনসিসি তথা সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। এসব রাস্তাগুলো প্রশস্ত করতে গেলে জমি অধিগ্রহণ করতে হতো, অনেক টাকাও খরচ করতে হতো।

জনগণের বৃহত্তর স্বার্থে এমন মহৎ উদ্যোগের জন্য ভলান্টিয়ারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, শুধু ডিএনসিসির ৪ নম্বর অঞ্চলই নয় অন্যান্য সব অঞ্চলের জন্য এমনকি ঢাকাসহ সারা দেশের জন্যই এটি একটি রোল মডেল, এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580