সেপ্টেম্বরে ফিফা উইন্ডো ও অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ঢাকায় আসছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
শুক্রবার ইংল্যান্ড থেকে ঢাকার বিমান ধরবেন এই ইংলিশ টেকটেশিয়ান।
এবার সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ। ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতিম্যাচ খেলার জন্য ইতোমধ্যে ১৪টি দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কোন কোন দেশের সম্মতি জানিয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। তবে, জাতীয় দলকে ব্যস্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘শুক্রবার বিকালে ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা রয়েছে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হবে। কোন দলের সঙ্গে ম্যাচ, দেশে না, বিদেশে খেলা হবে, সবকিছুই বলতে পারব ওই সভার পর।’
শুক্রবার বিকেলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ভার্চুয়ালি এই বৈঠকে জানানো হবে জাতীয় দলের পরবর্তী শিডিউল।
একই দিনে ঢাকায় পৌঁছানোর কথা জেমি ডের। তিনি এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো দেখবেন। এরপর তিনি ঠিক করবেন জাতীয় দলের ফুটবলার।