ঢাকা মহানগরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে আগ্রহীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছে বঙ্গবন্ধু পরিষদ। গত ২১ সেপ্টেম্বর থেকে সিভি গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
গত মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগ্রহীদের সিভি আহ্বান করে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহীরা সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সিভি জমা দিতে পারবেন।
কমিটিতে কাদের গুরুত্ব দেয়া হবে?
মাহামুদ হাসান রুবেল: কেন্দ্র থেকে তাদের একটা গাইড লাইন দেয়া হয়েছে। দলের সার্বক্ষণিক কর্মীসহ পেশাজীবীদের বেশি গুরুত্ব দেয়া হবে, বিশেষ করে বিরোধীদলের সময়কার সাবেক ছাত্রলীগের ত্যাগী কর্মী যারা কর্মজীবনের কারণে রাজনৈতিক দলের সাথে অংশীভূত হতে পারেন নাই তাদেরই গুরুত্ব দেয়া হবে।
কারা সিভি দিতে পারবে?
মাহামুদ হাসান রুবেল: গঠনতান্ত্রিকভাবে যারা সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা আছে সকলেই সিভি জমা দিতে পারবেন।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সিভি গ্রহণের জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেক। আগ্রহীদের সিভির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।