কুমিল্লার তিতাসে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। ভোর থেকে রাত অব্দি সোনালী ধান ঘরে তোলার তাগাদায় ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীসহ পরিবারের ছোট-বড় সকলে। চলতি মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের চোখেমুখে হাসির ঝিলিক দেখা গেলেও বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশয় কাজ করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৭টি ব্লকে চলতি বোরো মৌসুমে আগাম নতুন জাত হিসেবে বি-ধান-৮১ ও বি-ধান-৮৮ এবং পুরাতন জাত হিসেবে বি-ধান-২৮ ব্যাপক হারে চাষ করা হয়েছে। উপজেলায় এবার ৬ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষাবাদ হয়েছে ৬ হাজার ৭শ ১০ হেক্টর জমিতে। লক্ষ্যমাতার চেয়ে ৫০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন জানান, স্থানীয় জাতের ও উচ্চ ফলনশীল জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বোরো ফসল উৎপাদন বাড়াতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার কৃষক বেশ লাভবান হবেন।