রাজধানীর তুরাগে আলেক মিয়া হত্যা মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বিচারক ইকবাল হোসেন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হচ্ছেন- আবদুর রাজ্জাক, আবদুস সাত্তার, আবদুল জব্বার, আউয়াল মিয়া, আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সমর আলী এবং তমিজ উদ্দিন ওরফে তমু।
তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদেরকে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
অন্যদিকে মামলার আরেকটি ধারায় সোহেল ওরফে সোহেল রানা, সোহরাব মিয়া, বাবুল মিয়া ও ফিরোজ মিয়াকে দেড় বছর কারাদণ্ড দেন আদালত।
আবদুল বারেক, মোস্তফা ও ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।
প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫ জুন তুরাগ থানাধীন নলভোগ গ্রামের আলেক মিয়াকে তার বাড়িতে পিটিয়ে আহত করেন আসামিরা। পরে তার মৃত্যু হয়।