বারবার উদ্যোগ নিয়েও লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) কোনোভাবেই আয়োজন করা যাচ্ছে না। নির্দিষ্ট করে বললে, করোনাভাইরাস শ্রীলঙ্কার এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগটি মাঠে গড়াতে দিচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতিতে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল টুর্নামেন্টটির অভিষেক আসর। যথারীতি আবারও নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
প্রাথমিকভাবে, গত ২৮ অগাস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এলপিএল। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রথম দফায় টুর্নামেন্ট শুরুর দিন পিছিয়ে দেওয়া হয় ১৪ নভেম্বর, পরে তা আবারও পিছিয়ে দেওয়া হয় ২১ নভেম্বর। নতুন সূচিতে আগামী ২৭ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
আজ শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের ভেন্যুর সংখ্যাও কমানোর ঘোষণা দেয়। ৩টির জায়গায় এখন শুধুমাত্র হাম্বানটোটায় দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৩টি ম্যাচ। আগামী ১৭ ডিসেম্বর হবে ফাইনাল। বিদেশি খেলোয়াড়দের জন্য ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক হওয়ায় অনেকেই এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিচ্ছেন।