জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করবে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (৮ নভেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামীকাল
মঙ্গলবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রকাশ করা হবে।
একটি বিশেষ সূত্র ইত্তেফাক অনলাইনকে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে এই মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। রাজধানীসহ সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ, সমাবেশ এবং পদযাত্রার আয়োজন করা হবে। একদম শেষদিকে আগামী ২০ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করা হবে। এই জোটের সদস্য দলগুলো হচ্ছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
এর আগে, গত বৃহস্পতিবার কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১৫ টাকা করে বৃদ্ধি করে সরকার। পরদিন শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেন যাত্রী ও পণ্য পরিবহনের মালিকরা। পরে রবিবার বাসের ভাড়া বৃদ্ধির পর ফের দেশব্যাপী যাত্রী পরিবহন চলাচল শুরু হয়। তবে পণ্য পরিবহন এখনো বন্ধ আছে।