রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

থিরিমান্নের পর ম্যাথিউসকেও থামালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ পাঠক পড়েছে

দিনের প্রথম উইকেট হিসেবে ওপেনার লাহিরু থিরিমান্নেকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান ওপেনারকে গ্লাভসবন্দী করেন লিটন দাশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে, ইনিংসের ১০৪.১ ওভারে ফেরার আগে ২৯৮ বলে ১৫ চারে ১৪০ রান করেন থিরিমান্নে। এর ৪ ওভার পর অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও ৫) লিটনের গ্লাভসে বন্দী বানান তাসকিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১০৯ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৩২১ রান। ব্যাটিংয়ে আছেন ওশাদা ফার্নান্দো (৫৪) ও ধনাঞ্জয়া ডি সিলভা (২)।

স্বাগতিকেরা দ্বিতীয়দিন শুরু করে ১ উইকেটে ২৯১ রান নিয়ে। থিরিমান্নে ১৩১ ও ফার্নান্দো ৪০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন। প্রথম দিন সেঞ্চুরি তুলে নেন ওপেনার দিমুথ করুনারত্নে। টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির পর ১১৮ রানে মাথায় তিনি আউট হন অভিষিক্ত পেসার শরিফুল ইসলামের বলে। প্রথম দিনে সফরকারী বাংলাদেশের সাফল্য বলে একমাত্র লঙ্কান অধিনায়কের উইকেট।

বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580