চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দালাল ও সিন্ডিকেট প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষা উপমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা সিন্ডিকেটের কারণে সেবার মান ব্যাহত হচ্ছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। হাসপাতালকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করলে সেবার মান আরো বাড়বে।
এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে হাসপাতালের জন্য ৪০টি মেডিকেল শয্যা ও ১০টি অক্সিজেন সিলিন্ডার উপমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।