আমি একটা দুঃখ পুষি
দুঃখটা ঠিক তারার মতো।
দিনের বেলায় লুকিয়ে থাকে
রাত্রে হাসে জোছনা শতো।
বন্ধু-স্বজন, কাজের ভিড়ে
হারিয়ে থাকে ব্যস্তদিনে
হঠাৎ কোন অলস বিকেল
দুঃখটা নেয় স্মৃতির দখল।
দুঃখ আমার সারাজীবন
সঙ্গে আছে ছায়ার মতোন।
মেঘ-আকাশে হারিয়ে থাকে
রোদ্রে করে ব্যাপক শাসন।
দুঃখ আমার সাথেই থাকে
আনবো ডেকে নেইতো কারণ।
দুঃখ আমায় ভালবাসে
তাকে আমার ভোলা বারণ।