সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এখন উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। আর দেখলেও তা সহ্য হয় না।
সরকার নাকি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির এমন কথায় মানুষ হাসে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। তাই বিএনপি এখন জন-আস্থার তীব্র সংকটে ভুগছে।
বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তাদের অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করা প্রয়োজন। সরকারের গঠনমূলক সমালোচনা করুক তারা। তবে বিএনপি আছে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে বিএনপি ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসে রয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি চলমান ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এরপরও তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধ নেই বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।