খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা দিচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি কৃষকদের বীজ, সার ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার। এর ফলে কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশে এখন খাদ্যের অভাব নেই।
শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষক প্রণোদনা নিয়ে যদি কৃষি কাজে তা ব্যবহার না করে তবে সেটা হবে রাষ্ট্রীয় অপচয়। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, প্রকৃত প্রান্তিক কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে। সেটা করতে না পারলে উৎপাদন বাড়ানো কঠিন হয়ে যাবে।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার চেক বিতরণ এবং ২৪ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।