শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশে তিন কোটির বেশি টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ পাঠক পড়েছে

দেশে এখন পর্যন্ত টিকা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

এ দিকে গণ টিকার আওতায় দ্বিতীয় ডোজের প্রথম দিন ছিল মঙ্গলবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।

এ দিন দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৯৮ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ জন।

এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ৫০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৪৭৩ জন।

মডার্নার টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৪৮ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580