দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অবশেষে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় দুই শতাধিক ছোট গাড়ী ও মোটরসাইকেল।
শনিবার (৮ মে) ভোর ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ।
সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক ছোট গাড়ী ও মোটর সাইকেল। ভোর থেকেই অপেক্ষা করছে তারা। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকায় তারা টিকিট কাউন্টারের সামনে, টার্মিনাল ও পল্টুনের সামনে অপেক্ষা করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, সরকার ঘোষিত নির্দেশ অনুযায়ী আমরা ফেরি চলাচল বন্ধ রেখেছে।
শনিবার (৮ মে) ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ। তবে জরুরি সেবা দেওয়া অব্যাহত থাকবে। রাতে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।