সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ধাপে ধাপে সীমান্ত খুলে দেবে নিউজিল্যান্ড: জাসিন্দা আরডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ পাঠক পড়েছে

ধাপে ধাপে সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। এরইমধ্যে দেশটিতে প্রথমবারের মতো কোয়ারেন্টিন পদ্ধতি সহজ করা হয়েছে। সব মিলিয়ে ৫টি ধাপে পুরোপুরি খুলে দেয়া হবে নিউজিল্যান্ডের সীমান্ত। আগামি ২৭শে ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন নেয়া হতে হবে। আগামি ১৩ই মার্চ থেকে বিশ্বের সকল দেশ থেকেই ভ্যাকসিন নেয়া নাগরিকরা নিউজিল্যান্ডে ফিরতে পারবেন। এভাবে অক্টোবর মাস নাগাদ সীমান্তে সব ধরনের বাধানিষেধ তুলে নেয়া হবে।

এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা বলেন, আমরা সব বাধানিষেধ তুলে নেয়ার পথে এগিয়ে যাচ্ছি। তবে এখনো পথ অনেক বাকি রয়েছে। এখন থেকে কাউকে সরকারি কোয়ারেন্টিন হোটেলে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক নয়। যারা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা নিজের পছন্দ মতো স্থানেই ১০ দিন আইসোলেশনে থাকতে পারবেন।

বিশ্বের যে কটি দেশ কোভিড-১৯ মহামারি মোকাবেলায় কঠিন পদক্ষেপ নিয়েছে তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ১৭ হাজার জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৫৩ জন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580