নতুন বছর, ২০২২ সালকে স্বাগত জানাতে কুয়াকাটায় ভিড় জমেছে হাজারো পর্যটক দর্শনার্থী। কাকঢাকা ভোরেই আগত পর্যটকরা ছুটেছে কুয়াকাটা সৈকতের পুবদিকে, গঙ্গামতির লেকপাড়ে। নতুন বছরের সুর্যোদয় দেখতে, যদিও কুয়াশায় কিছুটা আচ্ছন্ন ছিল। কিন্তু ভিড়ের ছিলনা কমতি। অগণিত মানুষের ভিড়ে মুখরিত হয়ে যায় লেকপাড়।
শীতে জবুথবু হয়ে কেউবা হেঁটে, কেউবা মোটরসাইকেলযোগে ছুটেছে নতুন বছরের সূর্যকে দেখার জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে আসা মানুষগুলোর ভিড়ে কুয়াকাটার দীর্ঘ সৈকত এখন মুখরিত হয়ে আছে। প্রকৃতিকে চেনার জন্য প্রকৃতি প্রেমী এ মানুষগুলোর উৎফুল্ল বিচরণে কুয়াকাটায় যেন প্রাণ ফিরে এসেছে। তবে এ বছরে বিদেশি পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদেশিরা মনের খুশিতে নিরাপদে ঘুরে ফিরে সময় পার করছেন।
বিশেষ করে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এবং মিশ্রিপাড়ায় সীমা বৌদ্ধবিহারে পর্যটক-দর্শনার্থীর ভিড় ছিল লক্ষণীয়। তবে বরাবরের মতো হোটেল-মোটেলভাড়া এবং খাবার হোটেলগুলোতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল অসংখ্য। ইংরেজি নববর্ষকে ঘিরে কুয়াকাটায় ট্যুরিস্ট, নৌ ও থানা পুলিশের ছিল নির্বিঘœ নিরাপত্তা।