ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সাফা কবির। বর্তমানে কোরবানি ঈদের কাজ করছেন। ইতিমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। গতকালই পুরান ঢাকায় শুরু করেছেন মিফতা আনান পরিচালিত ‘ঢাকাইয়া ওয়েডিং’ শিরোনামের একটি নাটকের। যেটি ‘ঢাকাইয়া আশিক’ নাটকের সিক্যুয়াল। সর্বশেষ রোজার ঈদেও এই নাটকের সিক্যুয়াল হয়েছে। নাম ছিল ‘ঢাকাইয়া খানদান’। নাটকটিতে সাফার সহশিল্পী তৌসিফ মাহবুব।
এখন পর্যন্ত তিনি কোরবানি ঈদকে সামনে রেখে ৪টি নাটকে অভিনয় করেছেন। ‘ঢাকাইয়া ওয়েডিং’ ছাড়াও সাফা কাজ করেছেন খায়রুল পাপনের পরিচালনায় ‘কন্ট্রাক্ট ভাই’ নাটকে। নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে। এই নাটকে প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন ইরেশ যাকেরের সঙ্গে।
সাফা কবির বলেন, ইরেশ জাকের ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা হলো। অভিজ্ঞতা চমৎকার। এর আগে ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। সত্যি কথা বলতে আমি ওনাকে একটু ভয়ও পেতাম। সব সিনিয়রদেরই একটু ভয় পাই। কিন্তু তাদের সঙ্গে যখন কাজ করার সুযোগ মিলে তখন বুঝি মানুষ হিসেবে তারা পুরোপুরি আলাদা। ইরেশ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি যে এতো অমায়িক, ঠাণ্ডা ও মজার প্রকৃতির মানুষ হবে কখনই ভাবিনি। ভেবেছিলাম একটু রাগি হবেন। কিন্তু খুবই হেল্পফুল। এর আগে মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি নাটকে অভিনয় করেন সাফা। যেখানে তার সহশিল্পী ফজলুর রহমান বাবু ও তৌসিফ। গল্পটা বাবা আর মেয়ের।
সাফা কবির বলেন, আমার আর বাবু ভাইয়ের কেমিস্ট্রিটা খুবই অসাধারণ ছিল। প্রত্যেকবারেই ওনার কাছ থেকে ছোট ছোট করে কিছু না কিছু শিখি। একটা সিনে আমাকে বলেছিলেন, খুব ভালো হয়েছে তোমার অভিনয়। এটা আমার কাছে অনেক কিছু।
চলতি ব্যস্ততা নিয়ে সাফা বলেন, বেশি কাজ কখনই করি না। মূলত ঈদের কাজগুলোই করা হয়। রোজার ঈদে আমার অনেক পুরনো কাজ গেছে। করোনার কারণে নতুন কাজ করার সুযোগ পাইনি। তবে এবার কোরবানি ঈদে সাত-আটটার মতো নাটক আসবে। নানান গল্পে এখানে দর্শকরা আমাকে পাবেন। সত্যি বলতে আমি রোমান্টিক নাটক বেশি প্রেফার করি। তবে এবার রোমান্টিক, সিরিয়াস, কমেডি সব ধরনের গল্পেই কাজ করেছি।