করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়ক আলমগীর। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এরআগে গত ১৪ ফেব্রুয়ারি নায়ক আলমগীর ও তার স্ত্রী রুনা লায়লা করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।
এরপর ১৭ এপ্রিল তারা করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। কিন্তু ১৮ এপ্রিল আলমগীরের করোনা পজিটিভ রেজাল্ট আসে। ফলে দ্রুত তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে গণমাধ্যমকে তার স্ত্রী রুনা লায়লা বলেন, ‘আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। তিনি এখন বেশ ভাল আছেন। তার সুস্থতার জন্য সবাই দোওয়া করবেন।’