মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আগেই দেশে ফিরেছেন। আজ শনিবার নিউ জিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরা দেশে ফিরেছেন। শনিবার বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অন্যদিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দেশে ফিরে গেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও।