আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘২ বছর পরই নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আওয়ামী পরিবার এবং এ দেশের শান্তিকামী প্রতিটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দাঁড়াবে।’
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এ দেশকে করোনার ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করেছেন, তা বজায় রাখার জন্য আমাদেরও সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে গর্বিত। আমরা এমন এক সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি যখন সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাব রয়েছে। ওমিক্রনের কারণে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। এখন থেকে নিয়মিত সবাই মাস্ক পড়তে হবে। প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের যে উন্নয়ন করছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রধানমন্ত্রীর যে চেষ্টা এবং তার মানবিকতার কথা প্রতিটি বাড়ি ঘড়ে পৌঁছে দিতে হবে। এটিও ছাত্রলীগের কাজ। আমরা সবাই মিলে আবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করে দেশের উন্নয়ন অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করব।’
এর আগে শিক্ষামন্ত্রী চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চাঁদপুর সরকারি কলেজ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।