জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে আওয়ামী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন দিন, নয়তো পদত্যাগ করুন। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন সরকার আসুক, নতুন পার্লামেন্ট আসুক।’
শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ‘দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, কঠিন সময় অতিক্রম করছে। এই কঠিন সময় তৈরি করেছে একটি রাজনৈতিক দল।’ তিনি আরও বলেন, ‘যারা পাকিস্তান আমলে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, যারা তখন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছিল, তারা যখনই ক্ষমতায় গেছে, তখনই বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে।’
‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে’ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তাকে গৃহবন্দি করে রেখেছেন। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, সেটাও আপনারা দেননি। বাংলাদেশে থেকেই তার চিকিৎসা করার কথা বলছেন, যেখানে তার চিকিৎসা দিনদিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের মনের মধ্যে শক্তি সঞ্চয় করবেন। প্রত্যয় নেবেন, শপথ করবেন, এখান থেকে ফিরে গিয়ে কৃষকদের সংগঠিত করবেন। কৃষকদের সঙ্গে নিয়ে একটি গণ-অভ্যুত্থানের সূচনা করবেন।’
সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।