শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২১৫ পাঠক পড়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা যেভাবে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম ঠিক সেভাবে আমাদের সবাইকে মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের ধারা ব্যহত হবে।‌ এজন্য পুলিশসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়িতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পুলিশের আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আহ্বানে রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ। স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে দেশ পূনঃগঠনে পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল। মহামারী করোনার সময় পুলিশ সম্মুখসারির যোদ্ধা হিসেবে অনেকেই মারা গেলেও পুলিশ এ দুর্যোগ মোকাবেলায় মাঠে দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। পুলিশ বাহিনীকে আধুনিয়াকানে সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের সুনাম বিনষ্টে সাইবার হামলায় জড়িত দেশি বিদেশিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।

জেলা পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, নেছার আহমদ এমপি, জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ কমিশনার নেসারুল আলম, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580