শনিবার সকাল সাড়ে দশটা থেকে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা মাহাবুব আলম দুলালের বিচারের দাবীতে কবিরহাট- মাইজদী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কনে ও দুলাল এর কুশপুত্তলিকা দাহ করেন ।
এসময় বড় রামদেবপুর গ্রামের মামুনুর রশিদ মামুন, কামাল উদ্দিন, হাজেরা খাতুন, হাজী মোস্তফা মোল্লা ও নুর সোনাপুর গ্রামের মোহাম্মদ আবুলসহ বেশ কয়েক অভিযোগ করে বলেন, মৃত খুরশিদ আলমের ছেলে মাহবুব আলম দুলাল নিজেকে মুক্তিযোদ্ধা, তার এক ছেলে পুলিশের উপ -পরিদর্শক ও মেয়ে সরকারি কর্মকর্তা হওয়ায় দাপট দেখিয়ে এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করেন। চাঁদা দাবী, অন্যের জায়গা দখল, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলাসহ অত্যাচারিত হচ্ছেন এলাকাবাসী।
তারা আরও অভিযোগ করেন, তিনি এক সময় বিএনপি নেতা ছিলেন। তখন তার হাতে বহু ছাত্রলীগ, যুবলীগ ও আওয়মী লীগের নেতাকর্মীরা নির্যাতন ও হয়রানির স্বীকার হয়েছেন।। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুযোগ বুঝে আওয়ামী লীগে যোগ দিয়েও তিনি একই কায়দায় আবারও আওয়ামী লীগ ও নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করছেন।
বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মিথ্যা মামলা দায়ের করেছেন দুলাল। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে মানববন্ধন করেন তারা। এ বিষয়ে মাহবুবুল আলম দুলাল এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে এসে এ বিষয়ে কথা বলবেন বলে ফোন কেটে দেন।