নোয়াখালীতে র্যাংগস্ ইলেক্ট্রনিকস্ শোরুম থেকে দামি ব্র্যান্ডের নামে নকল পণ্য কিনে প্রতারিত হওয়ার অভিযোগে নোয়াখালীতে মানববন্ধ হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগি ও স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন।
এর আগে বুধবার সকালে র্যাংগস ইলেক্ট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জে এম একরাম হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন আবদুল্লাহ আল মুকিত নামের এক ভুক্তভোগি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি জেলা শহর মাইজদীর র্যাংসের পরিবেশক হোসেন ইলেকট্রনিকস থেকে মালয়েশিয়ান কেলভিনেটর কেএইচভি ৩৩৩ এফএফ মডেলের ফ্রিজ কেনেন অনেকে। নিজ নিজ বাড়িতে নেয়ার পর ফ্রিজ খুলে দেখতে পান ফ্রিজে মালয়েশিয়ান তৈরি কোনো মনোগ্রাম নেই। পরবর্তীতে ফ্রিজে কিছু ত্রুটি দেখা দিলে শোরুম কর্তৃপক্ষ কোনো প্রকার দায় নিতে চান না। বিষয়টি র্যাংগস কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে যেন কেউ প্রতারিত না হয় এ জন্য মানববন্ধনের আয়োজন করে তারা।