রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে সাইমুম হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বাঘাইড় ও ১৪ কেজির একটি কাতল মাছ।
শনিবার (২ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ দুটি ধরা পড়ে।
পরে সাইমুম হালদার মাছগুলো দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ি শাকিল -সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকায় কিনে নেন। আর কাতলা মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯শ’ টাকা দিয়ে কেনেন।
পরে সম্রাট শাহজাহান ঢাকায় যোগাযোগ করে কেজি প্রতি ১২শ’ টাকা দরে ২৫ হাজার দু’শ টাকায় বাঘাইড় ও ১৪শ’ টাকা দরে ১৯ হাজার ৬শ’ টাকায় কাতল মাছটি বিক্রি করে দেন।
জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান জানান, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।