মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়া উপজেলায় কর্মরত এনজিও উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান (ওয়াফ) এর আয়োজনে ও পিউর আর্থ, বাংলাদেশের সহযোগিতায় পরিবেশ দূষণের প্রতিকারে চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় ভার্চুয়াল সভা গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
ওয়াফ এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিকের সঞ্চালনায় এ সভায় অংশগ্রহণ করেন, পিউর আর্থের প্রোগ্রাম অফিসার, জায়ন রাব্বি সমাদ্দার, দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক আজকের সংবাদের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, দৈনিক প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, ডা: কেরামত আলী, স্বাস্থ্যকর্মী জিসান তারেক, লংলা চা বাগানের টিলাবাবু অঞ্জন গোষ্মামী, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান, বলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার কানু, বন্ধু চুলা ফাউন্ডেশনের সহকারি ব্যবস্থাপক মাইকেল ডান্দালী, লংলা ভ্যালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সঞ্জু গোষ্মামী, টিলাগাঁও ইউপি সদস্য রঞ্জিত নাইডু, তারাপাশা বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমানন্দ রায়, টিলাগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শ্যামল দাস, সাবেক চা শ্রমিক ইউনিয়ন কর্মচারী লছমী নাইডু, চা বাগানের স্বাস্থ্যকর্মী পুষ্প নাইডু, নারী শ্রমিক দিপ্তী নাইডুসহ ৬টি গ্রুপে প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।