রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান এই আবেদন করেন।
আইনজীবী মুজিবুর জানান, সকালে আদালতে পরীমণির জামিন আবেদন করা হলে বিচারক কে এম ইমরুল কায়েস আগামী ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
এর আগে গত ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। র্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।