কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালত এ আদেশ দেন বলে জেলার পর্যটন পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিম্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে।
সে ঘটনায় মামলার প্রধান আসামি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক। তাকে গত ২৬ ডিসেম্বর রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব।