লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেওয়ায় ছয় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের সোমবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে উপজেলার বাউরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের হোটেল ব্যবসায়ী সিরাজ পাটোয়ারি (৬৫), হোটেল ব্যবসায়ী আজগর আলী (৪০), কাপড় ব্যবসায়ী বুলবুল আহম্মেদ (৪০), হোটেল ব্যবসায়ী হাবিবুল হক (৩৫), চাল ব্যবসায়ী রুবেল (৩০) ও গালামাল ব্যবসায়ী নূরনবী (২৫)।
জানাগেছে, গত বুধবার বাউরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ। এসময় লকডাউন উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসায়ী সিন্ডিকেট। এক পর্যায়ে ইউএনওর ওপর চড়াও হয় তারা। ব্যবসায়ীদের চাপে জরিমানার টাকা ফেরত দেয় ইউএনও। এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।