কক্সবাজারের পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে একটি সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও গ্যারেজ মিস্ত্রীসহ ৮জন আহত হয়েছে।শুক্রবার(০২ জুলাই) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- সিএনজি গাড়ির মালিক সদর ইউপির ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মোঃ তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।
আহতদের প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রুহুল আমিনের একটি সিএনজি গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে আসেন। মিস্ত্রী সিএনজি মেরামত করার সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। তাতে আহতের ঘটনা ঘটে। পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, বিষয়টি তদন্ত করছেন বলে জানান তিনি।