প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির একটি হাফীজি মাদ্রাসায় দোয়া, মিলাদ এবং কুরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের আইহর আমিনিয়া দ্বীনিয়া হাফীজি মাদ্রাসায় এ আয়োজন করেন ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন। দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামণা করা হয়।
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর পক্ষে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে হাফজী পড়ুয়া শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানান, ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেন। দোয়ার এ অনুষ্ঠানে শতাধিক হাফেজী পড়ুয়া শিশু শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।