আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন দেশের কেউ না খেয়ে মরবে না।
বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
করোনায় খাদ্যের অভাবে কেউ না খেয়ে মরেনি মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, করোনার শুরু থেকে বিগত ১৪ মাসে দেশে না খেয়ে কেউ মারা যায়নি। অথচ পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানে দেখেন, তাদের থেকে আমরা অনেক ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে।
করোনাকালে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রীর বিবরণ তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, করোনার সময়ে প্রথম দফায় সরকারের পক্ষ থেকে সাত কোটি মানুষকে ত্রাণ দেয়া হয়। আর দলের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখ পরিবারকে ত্রাণ দেয়া হয়। এবার এক কোটি ৬০ লাখ পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে ৭০ লাখ পরিবারে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া দলের পক্ষ থেকে লাখ লাখ মানুষের কাছে নগদ অর্থ সাহায্য দেয়া হচ্ছে।
এদিন দারুস সালাম থানা এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।