করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২৩ জুন (বুধবার) থেকে ৩০ জুন (বুধবার) পর্যন্ত আটদিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মো: মমিনুর রহমান।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে করোনা সংক্রমণের হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে আটদিনের জন্য ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে।
মো: মমিনুর রহমান আরো বলেন, মসজিদে জামায়াতে নামাজ আদায় করা যাবে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সকল হোটেল-রেস্তোরাঁ এবং সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এ ব্যাপারে তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া একই সাথে ৩০ জুন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় রাত ৮টার পর সকল দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।