নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্টিল কারখানায় ফার্নেস পাইপ বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম স্টিল কারখানায় সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সোহেল রানা, মো. লিটন, মো. আরিফ, বিল্লাল হোসেন ও আলী হোসেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
কারখানার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বদরুল আলম জানান, দুপুর ১২টার দিকে ফার্নেস পাইপ বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম আইয়ুব হোসাইন বলেন, ‘যে পাঁচ শ্রমিককে আনা হয়েছে তাদের শরীরের ১১ থেকে ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে।’
আলী হোসেনের ভাই রুবেল ভান্ডারি বলেন, ‘আমরা দুই ভাই একই ফ্যাক্টরিতে কাজ করি। বিস্ফোরণ আমাদের ভুলেই হয়েছে। আমরা ভুলবশত মেশিন চালু করে ওই লাইনের কাজ শুরু করে দেই। এত প্রেশার নিতে না পেরেই বিস্ফোরণ হতে পারে।’
ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।