ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল এর পেছনের বিল্ডিং শফিক ম্যানশন নামক ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণে মা ও দুই মেয়ে গুরুতর আহত হয়েছেন।
তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মা মেহেবুন্নেসা (৪০), দুই মেয়ে ফারাহ ইসলাম (১৮) ও হাফসা ইসলাম (১৪)। তাদের গ্রামের বাড়ি মিরসরাইয়ের করেরহাট। স্বামী মাহবুবুল ইসলাম দুবাই প্রবাসী।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ভবনের দারোয়ান আবুল কালাম জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের হলি ক্রিসেন্ট স্কুলসংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত ফারাহ একাদশ শ্রেণি ও হাফসা দশম শ্রেণির ছাত্রী।
বিস্ফোরণে পঞ্চম তলা ছাড়াও অন্যান্য ইউনিটের দরজা-জানালা ভেঙে গেছে। ভবনের একটি অংশে ফাটল ধরেছে। সিরামিকের সামগ্রী কমেট, বেসিন, প্লেট ভেঙে গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, দগ্ধ মা ও দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের শরীরে ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।