শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ফের বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৬৮ পাঠক পড়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। এর আগে গতকাল (২০ অক্টোবর) ছয় জনের মৃত্যু এবং ৩৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬০৯ জনের। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৩৪ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৩০ হাজার ৩৮ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ৩, চট্টগ্রামের ৪, রাজশাহীর ১ এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580