বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা ও কৃষিবিদ একই সূত্রে গাঁথা’

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ পাঠক পড়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা ও কৃষিবিদ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু বাংলাদেশের কৃষির আধুনিকায়নের জন্য অনেক গবেষণা প্রতিষ্ঠান, সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করায় বাংলাদেশ কৃষিতে আজ উন্নত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কৃষিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার একমাত্র হাতিয়ার কৃষি। জাতির পিতা বঙ্গবন্ধু এটা উপলব্ধি করেছিলেন বলেই বাকৃবির চত্বরে দাঁড়িয়ে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি কৃষি শিক্ষা ও গবেষণায় বাকৃবিকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580