বাংলাদেশে প্রথম বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষের উদ্ভাবক হিসাবে সম্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন মুহাম্মদ হাবিবুর রহমান। আগামী ২২ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন। হাবিবুর রহমান ১৯৭৪ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মুরারদিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকল্প গুলোর অবস্থান হল ১) গোয়ালন্দ ফিশারিজ লিমিটেড গোয়ালন্দ রাজবাড়ী, ২) বিসমিল্লাহ ফিশারিজ পরশুরাম ফেনী। ৩) সরদার এগ্রো ফিশারিজ যশোর সদর ,যশোর।৪) পদ্মা এগ্রো ফিশারিজ, বরগুনা, ৫) সাভানা ফার্ম প্রডাক্টস, টুটা মান্ডা ,পাটকেল বাড়ি ,গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।